কেশবপুর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার মতবিনিময়

সারাদেশ

এস আর সাঈদ, কেশবপুর (যশোর)  প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, কেশবপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে স¤পন্ন করা হবে। নির্বাচনের পরিবেশ অত্যান্ত ভালো। কোন ঝুঁকি নেই। ইভিএমে ভোট প্রদানে ভোটারদের কোন অসুবিধা হবে না। বিকেল ৫টা পর্যন্ত ভোটারদের ভোট প্রদান স¤পন্ন না হলে লাইনে যারা থাকবেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
কেশবপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে স¤পন্ন করার লক্ষে সোমবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এসব কথা বলেন।

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে কেশবপুর পৌর নির্বাচনে ভোট গ্রহণের দায়ীত্ব পালন করা কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশন কে এম নুরুল হুদা। আরো উপস্থিত ছিলেন এন আই ডির প্রকল্প পরিচালক ব্রিগেডার জেনারেল আবুল কাশেম ফজলুল কাদের, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, জেলা নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবির, কেশবপুর উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেন , উপজেলা সহকারী কমিশনার ভূমি ইরুফা সুলতানা, উপজেলা নির্বাচন কমিশনার বজলুর রশিদ প্রমুখ।
আমামী ২৮ ফেব্রুয়ারী কেশবপুর পৌর নির্বাচন, কেশবপুর পৌর এলাকার এবছর মোট ভোটার ২০হাজার ৭শ ৭৫ জন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত রফিকুল ইসলাম, বিএনপি মনোনীত আব্দুস সামাদ বিশ্বাস, ইসলামি শাসনতন্ত্র আনন্দলন মনোনীত আব্দুল কাদের প্রতিদ্বন্দিতা করছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *