মামুনুল হকের নামে আরও এক মামলা

সারাদেশ

স্বদেশবাণী ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সহিংসতায় আওয়ামী লীগ কার্যলয় ভাংচুরের ঘটনায় হেফাজত নেতা মামুনুল হককে প্রধান আসামী করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ১১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ জনকে আসামী করা হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) রাতে সোনারগাঁও থানায় তিনটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় মামুনুল হককে প্রধান আসামি করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে এক নারীসহ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধের জেরে সেখানে তাণ্ডব চালানো হয়। ভাংচুর করা হয় উপজেলা আওয়ামী লীগের কার্যলয়সহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন বাদী হয়ে হেফাজতের নেতা মামুনুল হককে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ দেয়ার অভিযোগ আনা হয়। এছাড়া হেফাজতে ইসলাম ও বিএনপির ১১১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ রয়েছে এবং আজ্ঞাতনামা আসামী করা হয়েছে ২৫০ জনের বেশি।

মামলার অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা করছে বলে জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *