স্টাফ রিপোর্টার: ঐতহিাসকি ৭ নভম্বের জাতীয় বপ্লিব ও সংহতি দবিস উপলক্ষে বাংলাদশে জাতীয়তাবাদী দল বিএনপি ১৪ নং ওয়ার্ড(পশ্চিম) আয়োজিত বিশাল র্যালি বের করে। ১০ নভেম্বর নগরীর তেরখাদিয়া থেকে এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন মহানগর যুবদল সাবেক যুগ্ম সম্পাদক ও ১৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো: উজ্জল আলী।
এসময় উপস্থিত ছি’লেন শাহমুখদুম থানা স্বোচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল হাসান (পরাগ), বিএনপি নেতা সোহেল রানা কালু, আজিমুদ্দিন সোহাগ, জোবায়ের ইসলাম, মো. নাদিম. যুবনেতা মো:বাবু, সাদ্দাম আলী, রায়হান আলী, কর্ণেল,সাদ্দাম প্রমুখ।