কুড়িগ্রামের তিস্তা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ১০ : উদ্ধার চলছে

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে নৌকা ডুবে অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

রোববার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার বুড়িরহাট স্পারের কাছে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার নৌকার মাঝি আকবর আলী বলেন, টি-বাঁধের মাথায় ধাক্কা লেগে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এরপর প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ চন্দ্র সরকার জানান, দুপুরে বুড়িরহাট স্পারের কাছে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। বুড়িরহাট স্পারের কাছে খেয়া ঘাট থেকে ২৫ জন যাত্রী নিয়ে নৌকাটি তিস্তা নদী পাড়ি দিচ্ছিল। ১৫ জন যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও এখনও ১০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডাকা হয়েছে। তারা রওনা দিয়েছেন বলেও জানান তিনি।

তবে বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া নৌকা কিংবা নিখোঁজদের কাউকে উদ্ধার করতে পারেনি উদ্ধার কর্মীরা। সূত্র: পূর্বপশ্চিম।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *