কেশবপুরে ডেঙ্গুতে ১ সপ্তাহে গৃহবধূসহ ২ জনের মৃত্যু

জাতীয়

কেশবপুর (যশোর) প্রতিনিধি:  কেশবপুরে ডেঙ্গুর প্রাদুরভাব বৃদ্ধি পেয়েছে। গত ১ সপ্তাহে গৃহবধূ-সহ ২ জনের মৃত্যু হয়েছে। জানাগেছে, কেশবপুর শহরের স্বর্ণপটির বাসিন্দা আনন্দ ঘোষের স্ত্রী সাগরিকা ঘোষ (৩৫) গত সোমবার ডেঙ্গজ্বরে আক্রান্ত হয়ে কেশবপুর হাসপাতালে ভর্তি হয়।

তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে স্থান্তর করা হয়। রবিবার সকালে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে ডেঙ্গজ্বরে আক্রান্ত হয়ে সজল সিংহ (৩৫) নামেএক যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার পাঁচপোতা গ্রামের চিত্তরঞ্জন সিংহের পূত্র সজল সিংহ ১০/১২ দিন পূর্বে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেশবপুর হাসপাতালে ভর্তি হয়।

উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর আরো উন্নয়ত চিকিৎসার জন্য তাকে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করার পর ক্রমশ অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। সে দেড় বছর বয়সের এক পূত্র সন্তানের জনক।

এদিকে কেশবপুর শহরে ব্যাপকভাবে ডেঙ্গুর প্রাদুরভাব বৃদ্ধি পেয়েছে। শহরের কালীবাড়ি রোডস্থ বিশিষ্ট স্বর্ন ব্যবসায়ী মাতৃজুযেলার্স মালিক কনক সেনের কন্যা দিশা সেন ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে, সেনকো জুযেলার্স এর ভাই উজ্জ্বল সেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে, স্বর্ন পট্টি রোডস্থ মুদি ব্যবসায়ী গোপাল কুন্ডু খুলনা আড়াই’শ বেডে চিকিৎসাধীন, সানালী ব্যাংকের পাশে বিশ্বাস বাড়ির প্রভাষক কুন্তাল বিশ্বাস চিকিৎসাধীন, পান বিক্রেতা হারুন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন, মধু সড়কস্থ্ গার্মেন্টস ব্যবসায়ী সোহাগ গাজী কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে, ফল ব্যবসায়ী রঘুনাথ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *