কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি’র দু’ গ্রুপের সংঘর্ষ, আহত ২০

জাতীয়

স্বদেশ বাণী ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌর শাখার আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ২০ নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

খবর নিয়ে জানা যায়, গত বুধবার কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট পাকুন্দিয়া পৌর আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

১০১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে এসএম মিনহাজ উদ্দিনকে আহবায়ক, শরীফুল ইসলাম সুজনকে প্রথম যুগ্ম-আহবায়ক করা হয়।

এই কমিটির প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় পাকুন্দিয়া বাজারে মিছিল করতে চেয়েছিল গত কমিটির পদবঞ্চিত নেতা-কর্মীরা কিন্তু বর্তমান কমিটির বাঁধার মুখে তা পণ্ড হয়ে যায়।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পৌর বিএনপি’র আহবায়ক এসএম মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করার প্রস্তুতি চলছিল।

এ সময় সন্ধ্যায় প্রতিবাদ মিছিল না করতে পারা গত কমিটির নেতা-কর্মীারা আবরো মিছিল বের করে। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে যাওয়ার সময় বর্তমান কমিটির নেতা-কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে দু’পক্ষের নেতা-কর্মীদের মধ্যে প্রায় আধ ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এ ঘটনায় প্রায় ২০ নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পৌর বিএনপি’র আহবায়ক এসএম মিনহাজ উদ্দিন বলেন, ‘আমরা বাজারে একটি আনন্দ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছি এ সময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব ভিপি কামালের নেতৃত্বে আমার নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ হামলায় আমাদের ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান জানান, ‘আমরা শুনেছি বাজারে বিএনপি’র দুই গ্রপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে বাজারের পরিস্থিতি স্বাভাবিক আছে। সূত্র: বাংলাদেশ জার্নাল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *