পেঁপের ভেতরে মিলেছে আরেকটি পেঁপে!

চারণ সংবাদ

স্বদেশ বাণী ডেস্ক: প্রকৃতি বিচিত্র্যতা আমাদের বিস্ময় জাগায়। মাঝে মধ্যে প্রকৃতি এমন কিছু ঘটনার জন্ম দেয় যা সত্যি অবিশ্বাস। কিন্তু নিজের চোখে দেখলে বিশ্বাস না করে উপায় নেই।

এমনি একটি ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের। পেঁপের ভেতরে মিলেছে আরেকটি পেঁপে।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় পীরগঞ্জ পৌর শহরের মোকাদ্দেস হায়াত মিলনের বাসায় পেঁপে কাটার সময় বাড়ির লোকেরা খাওয়ার জন্য নিজের গাছের পাঁকা পেঁপে গাছ থেকে পেরে আনেন। পরে ওই পেঁপেটি কাটা হলে সেটির ভেতর আরেকটি পেঁপে পাওয়া যায়। পেঁপের ভিতরের পেঁপেটি ধবধবে সাদা ছোট পেঁপে।

মিলনের বৃদ্ধ বাবা প্রান্তন ইউপি চেয়ারম্যান ৮০ বছর বয়সী মোস্তফা আলম বলেন, আমার জীবনে এমন ঘটনা দেখিনি।

পেঁপেটি কাটার পর ভেতরে থেকে বের হয় আরেকটি ছোট পেঁপে। সবকিছু স্বাভাবিক থাকলেও শুধু সূর্যের আলোর অভাবে গায়ের রং ছাড়া সব কিছুই স্বাভাবিক রয়েছে। কিন্তু বড় পেঁপেটিরও সব কিছু ঠিক থাকলেও তার ভেতরে কোনো বীজ ছিল না। তবে ছোট পেঁপেটি কাটলে তার ভেতরে ছোট ছোট বীজ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার এসএম সারওয়ার হোসেন জানান, দুই কারণে এটি হতে পারে। একটি নিষেক ঘটিত ত্রুটি। বীজ ফলের ভিতরে গজিয়ে দুটি বীজের নিষেক একই সঙ্গে ঘটলে একটি ভ্রূণের ভিতর অন্য ভ্রূণটি ঢুকে পড়ে।

ফলে ভ্রূণটি ফলে রূপান্তরিত হয়। এটি একটি ব্যতিক্রম ঘটনা। ইংরেজিতে এ ঘটনাকে ‘ভিভিপেরাস’ বলা হয়। সূত্র: যুগান্তর।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *