স্টাফ রিপোর্টার: প্রতীক বরাদ্দের আগেই রাজশাহী-২ আসনে প্রচার প্রচারণায় মাঠে নামায় মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা এমপির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিএনপি মোননিত এমপি প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রধান নির্বাচনী এজেন্ট অলিউল হক রানা স্বাক্ষরিত এক চিঠিতে এ অভিযোগ করা হয়।
অভিযোগ পত্রে বলা হয়, প্রতীক বরাদ্দের পূর্বে নির্বাচনী প্রচারণায় নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকলেও, আওয়ামীলীগ এবং মহাজোটের প্রার্থীর নেতাকর্মীরা তা অমান্য করে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় নির্বাচনী বিভিন্ন এলাকায় ভোট চেয়ে গণসংযোগ করছে, যা বিভিন্ন পত্র-পত্রিকায় এসেছে।
এছাড়া নির্বাচনী তফশীল ঘোষণার পরে বিনা ওয়ারেন্টে, নির্বাচন কমিশনের নির্দেশনামালা অমান্য করে নেতাকর্মীদের বাসায় গিয়ে কোন প্রকার মামলা ছাড়াই আটক এবং তল্লাশির নামে হয়রানি করছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া পরিবার পরিজনদের হুমকি প্রদান করায় নেতাকর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা গ্রহণপূর্বক সুষ্ঠ নির্বাচনী পরিবেশ ও লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ প্রশাসনিক সকল অপতৎপরতা নিয়ন্ত্রণ করার জন্য জোর দাবি জানানো হয় অভিযোগ পত্রে।