বিলসিমলা-কাশিয়াডাঙ্গা চারলেন সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন মেয়র লিটনের

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বিলসিমলা রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত বাইসাইকেল লেনসহ সড়ক চার লেনে উন্নীতকরণ কাজ পরিদর্শন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সোমবার দুপুরে তিনি এ সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কাজের মান বজায় রেখে অতিদ্রুত এ কাজ সমাপ্তকরণে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন তিনি।

উল্লেখ্য, বিলসিমলা রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা ৩০ ফুট প্রশস্ত সড়কটি ৮০ ফুটে উন্নীত করা হবে। সড়কে রাখা হয়েছে ড্রেন, ফুটপাত, ডিভাইডারসহ সাইকেল লেন। প্রথম অংশে মোট রাস্তার দৈর্ঘ্য ২ দশমিক ১২ কিলোমিটার, ৪ ফুট চওড়া ডিভাইডারসহ উভয় পাশে ২৩ ফুট করে পৃথক দুটি লেন থাকবে।

এছাড়া উভয় পাশে ১০ ফুট চওড়া ফুটপাত এবং রাস্তার দক্ষিণ পাশে লেন ৭ ফুট ৮ ইঞ্চি চওড়া বাইসাইকেল লেন রাখা হয়েছে। এ ছাড়া রাস্তার উভয় পাশে সাড়ে ৩ ফুট চওড়া ড্রেন রাখা হবে। যার সুফল ভোগ করবে রাজশাহীবাসী।

এ সময় রাসিকের সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *