পদ্মা নদীরধারে আলোকায়ন কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র লিটন

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: মহানগরীর পঞ্চবটি পাচানীমাঠ হতে শ্মশানঘাট এলাকা পর্যন্ত পদ্মা নদীরধার এলাকায় আলোকায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সোমবার রাতে পঞ্চবটি এলাকা পাচানীমাঠ এলাকায় সুইচটিপে আলোকায়ন এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র লিটন। নদীর ধার এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত নানা পদক্ষেপের মধ্যে এ কার্যক্রমটি যোগ হওয়ায় খুশী এলাকার সাধারণ মানুষ।

এর ফলে রাতে নদীর ধারে নিরাপদে চলাচল ও এলাকাকে আকর্ষণীয় করে তুলতে নগরীতে আলোকায়ন ব্যবস্থা করা হলো। শশ্মানঘাট এলাকা থেকে পাচানী মাঠ পর্যন্ত এ এলাকায় ২২টি বৈদ্যূতিক পোলে স্থাপন করা হয়েছে আধুনিক মানের লাইট। ২২পোলের মধ্যে ১০টিতে সোলার লাইট আর বাকি ১২টিতে নন সোলার লাইট স্থাপন করা হয়েছে।

এ সময় রাসিকের পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির সভাপতি ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরমান আলী, মহানগর আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, মাননীয় মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ রেয়াজাত হোসেন রিটু, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সুইটসহ এলাকার গণমান্যব্যক্তিবর্গ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *