রাজশাহীর উন্নয়নে ৩০০০ কোটি টাকা বরাদ্দ দেয়ায় মেয়র লিটনকে জেলা প্রশাসকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছা

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর অবকাঠামো উন্নয়নে ২৯৩১ দশমিক ৬২ কোটি টাকার প্রকল্প একনেক সভায় অনুমোদিত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় নগর ভবনে মেয়রকে তাঁর দপ্তরকক্ষে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী জেলা প্রশাসক মোঃ হামিদুল হক।

এরআগে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি মোঃ মনিরুজ্জামান মনিসহ পরিচালকবৃন্দ। একই সময়ে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ, প্রিন্সিপাল অফিস কমিটি রাজশাহীর সভাপতি এ এইচ মাহমুদুন্নবী সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ, জয়ন্ত কুমার সরকার, চিত্তরঞ্জন দাস ও ফাহাদ ইকবাল প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটি অনুমোদন প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীকে মহানগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এই প্রকল্পের মাধ্যমে পুরো রাজশাহীর চিত্রই বদলে যাবে, মহানগরীর আরো উন্নত, আধুনিক, বাসযোগ্য, তিলোত্তমা মহানগরীতে পরিণত হবে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *