বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাসিকের সভা অনুষ্ঠিত

রাজশাহী

প্রেস বিজ্ঞপ্তি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নগরভবনের এক সভা অনুষ্ঠিত হয়। রোববার সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জাতীয় বাস্তবায়ন কমিটির সহিত সঙ্গতি রেখে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় সকল অনুষ্ঠানসমূহ বাস্তবায়িত হবে।

মহানগরীতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, সেবা প্রদান এবং সাজসজ্জা ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা পেশ করা হয়। সভায় জানানো হয়, বছরব্যাপী নানা আয়োজনের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, স্মরণিকা প্রকাশ, দোয়া মাহফিল, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, রক্তদান কর্মসূচি, পরিস্কার পরিচ্ছন্নতায় বিশেষ অভিযান, বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ডিজিটাল স্ক্রীন স্থাপন, পোস্টার ব্যানার ও ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ, আনন্দ র‌্যালির আয়োজনসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোকে বর্ণিল সাজে সজ্জিতকরণে আলোকচিত্র, আলপনা করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা বেগম সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুনসহ বিভিন্ন শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *