বাংলাদেশি একজন গায়কের গানে এবার মডেল হলেন ভারতের কিংবদন্তি অভিনেত্রী প্রয়াত সুচিত্রা সেনের নাতনী রাইমা সেন। ’তোমার উঁকি ঝুঁকি’ শিরোনামের এ গানটিতে তার বিপরীতে পারফর্ম করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। তারিক তুহিনের কথায় গানটির সুর করেছেন আহম্মেদ হুমায়ুন। সঙ্গীতায়োজনে ছিলেন তরিক আল ইসলাম। কলকাতার ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন পরিচালক অরিত্র কর্মকার।
গল্পনির্ভর এ গান এবং ভিডিও প্রসঙ্গে ধ্রুব বলেন, ‘গান এবং ভিডিও শুধু দর্শক- শ্রোতাদের নাচানোর জন্য নয়। ভাবানোর জন্যও । আমি আমার আগের গান এবং গানের ভিডিওতে দর্শক-শ্রোতাদের ভাবিয়েছি। এবারের ভিডিওতেও তাই। এবারের ভিডিওতে ভারতীয় অভিনেত্রী রাইমা সেন এবং বাংলাদেশের অভিনেতা অপূর্ব যুক্ত হয়েছেন। এটা আমার ভক্ত-শ্রোতাদের জন্য একটি দারুণ খবর বলে আমি মনে করি। আশা করছি আমার অতীতের গানের ন্যায় এই গানটিও শ্রোতারা গ্রহণ করবেন। বাকিটা গান প্রকাশের পর বোঝা যাবে।’