নড়াইলের সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের দাফন সম্পন্ন

জাতীয়

নড়াইল সংবাদদাতা:  নড়াইলের কালিয়া উপজেলার নিজ বাড়িতে ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্য এস এম প্রিন্স এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুর ১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি উপজেলার মির্জাপুর গ্রামের মো: জাফর শেখ এর ছেলে বাংলাদেশ সেনাবাহি*নীর সৈনিক পদে কর্মরত ছিলেন। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ওই দুর্ঘটনা ঘটে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সকালে সাভার সেনানিবাস থেকে জাজিরায় যাওয়ার পথে সেনাবাহিনী কনভয়ের ওই ৩ টনের ট্রাকটি দুর্ঘটনায় পড়ে। সোহরাওয়ার্দী হাসপতালের কাছে উল্টো পথে আসা এক সাইকেল আরোহীকে বাঁচাতে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। ওই ট্রাকে ২১ জন সেনাসদস্য ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন আছে বলে জানা যায়।

এ সময় নড়াইল ১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান মো: ইব্রাহিম শেখ, সালামাবাদ ইউপি চেয়ারম্যান মো: শামিম আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সেনা সদস্য প্রিন্সের মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক শোকবার্তায় নড়াইল ১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি লেখেন, “যারা অন্যের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করে, যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে যায়। কে বলে তাকে মৃত ? সেটা কখনো মৃত্যু নয়।

 

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *