আসন্ন রমজান মাসে সীমিত আকারে ইন্ডাস্ট্রি চালু করা যাবে: প্রধানমন্ত্রী

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: আসন্ন রমজান মাসে সীমিত আকারে ইন্ডাস্ট্রি চালু করা যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবন থেকে বিভিন্ন জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্স চলাকালে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু এটা ইন্ড্রাস্টিয়াল বেল্ড, কিছু কিছু প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য আছে খোলা রাখার। বিশেষ করে যারা রপ্তানি বেজ। একটা কাজ করতে পারেন, যদি তারা ইন্ড্রাস্টি খুলতেও চায় কাজ করতে চায় সেখানে এই স্বাস্থ্য নির্দেশিকা মেনে কীভাবে শ্রমিকদের দিয়ে কাজ করানো যেতে পারে এবং তাদের সুরক্ষিত রেখে বা তাদের থাকার জায়গা দিয়ে সেখানে যদি থাকার ব্যবস্থা করা যায়। যেখানে তারা সুরক্ষিত থাকবে।’

তিনি আরও বলেন, ‘ইন্ড্রাস্টিগুলির নিজস্ব জায়গা অনেকেরই আছে। সেখানে যদি তারা একটা ব্যবস্থা করতে পারে তাহলে কিছু কিছু ইন্ডাস্ট্রি তো চালু করতেই হবে। বিশেষ করে আমাদের ওষুধ শিল্প বা এই যে আমরা করোনাভাইরাসের জন্য এপ্রোন, পিপিই থেকে শুরু করে মাস্ক এবং হেড ক্যাপ, সু ক্যাপ এইগুলো যারা তৈরি করছে তাদের জন্য তো খোলা রাখতে হচ্ছে। এটা ওইভাবে আলোচনা করে যে তারা কত পারসেন্ট আসতে চায়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের আনা-নেওয়ার ব্যাপারে গতবার যেমন হঠাৎ সুপারভাইজার দিয়ে শ্রমিকদের ডেকে নিয়ে আসলো আমি মনে করি এটা কোনোমতেই ঠিক হয়নি। তাদের এই আসা-যাওয়ায় যে কষ্টটা তারা পেয়েছে এবং পরদিনই বলেছে চলে যাও। যেখানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ সেখানে মাইলের পর মাইল হেটে হেটে মেয়েরা পর্যন্ত তার গার্ডিয়ানকে সাথে করে হেটে হেটে এসে পৌঁছেছে। এইভাবে তাদেরকে যেন কোনোভাবে আসতে না হয়। প্রয়োজন পড়লে তাদের আনার ব্যবস্থা করতে হবে। আবার তাদের থাকার ব্যবস্থা করতে হবে আবার তারা যেন স্বাস্থ্য বিষয়ে সুরক্ষা রেখে থাকতে পারেন।’

সরকারপ্রধান বলেন, ‘সামনে রোজা। আমরা সবাইকে একেবারে বন্ধ করে রাখতে পারবো না। আমাদের কিছু জায়গা আস্তে আস্তে উন্মুক্ত করতেই হবে। তবে যেহেতু গাজীপুরে এই রোগের প্রাদুর্ভাব খুব বেশি দেখা দিয়েছে এখানে আপনাদের চিন্তা করতে হবে ওই ২৪/২৫ তারিখে এটা চালু করা ঠিক হবে কি না। সেখানে কি পরিমাণ রোগী আছে বা পরীক্ষায় কতজন শনাক্ত হয়েছে এই বিষয়গুলি আগে জানতে হবে। সূত্র: বাংলাদেশ জার্নাল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *