৯ম রমজানে নবী-রাসূলদের সাথে দাড়িয়ে ইবাদতের সমান সওয়াব দেওয়া হয়

চারণ সংবাদ জাতীয় বিশেষ সংবাদ লীড

স্বদেশ বাণী ডেস্ক: রহমত, বরকত ও নাজাতের মাস রমজান। এ মাসটি জুড়েই রয়েছে মুমিনের জন্য অফুরন্ত রহমত ও খোদা তা’লার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার সুযোগ। সেইসাথে বরকতের নেয়ামততো আছেই। এ কারণে ইবাদত-বন্দেগির মাধ্যমে মাসটি অতিবাহিত করেন মুমিনগণ।

আজ রমজানের নবম দিন। এদিন রোজাদারের নবী-রাসূলদের সাথে দাড়িয়ে ইবাদতের সমান সওয়াব দেওয়া হয়।

এ জন্য সিয়াম-সাধনার মাধ্যমে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকতে হবে। নামাজ ও রোজার পাশাপাশি কোরআন তিলাওয়াত, জিকির আসগারসহ বরকতের মাসটিকে কাটাতে হবে। তবেই আল্লাহ পাকের রহমত ও বরকত আমাদের নসিব হবে।

আল্লাহপাক সবাইকে সেই তাওফিক দান করুন। আমিন। সূত্র: বাংলাদেশ জার্নাল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *