বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় জলাতঙ্ক নির্মুলের লক্ষে কুকুরকে ভ্যান দেয়া হচ্ছে। রোববার উপজেলার বাঘা ও আড়ানী পৌরসভার মহল্লায় মহল্লায় কুকুর খুঁজে বের করে এ ভ্যাকসিন দিতে দেখা যায়।
জানা যায়, ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মুলের লক্ষে উপজেলায় ১৮টি দল রোববার থেকে আগামী ৭ ফেব্রুয়ারী পর্যন্ত এ কার্যক্রম চলবে।
বাঘা উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম জানান, দেশে ক্রমান্বয়ে জলাতঙ্ক রোগ বাড়ছে। এর প্রধান কারণ কুকুর, শেয়াল, বেজি, বিড়াল এবং বাদুড়ের কামড়। এরমধ্যে দেশে কুকুরের উপদ্রব বেশি হওয়ায় সরকার ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কুকুরকে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় রোববার থেকে ৭ ফেব্রুয়ারী উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় প্রায় দুই হাজার কুকুরকে ভ্যাকসিন দেয়ার কাজ শুরু করা হয়েছে। এ জন্য মাঠ পর্যায় ১৮টি টিম কাজ করছে। প্রতি টিমে ৫ জন করে সদস্য রয়েছে। ইতিমধ্যে তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।