লালপুরে শহীদ মমতাজ উদ্দিনের ১৭ তম শাহাদত বার্ষিকী পৃথক ভাবে পালন

রাজশাহী
নাটোর প্রতিনিধিঃ সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ১৭ তম শাহাদত বার্ষিকী নাটোরের লালপুরে পৃথক পৃথক ভাবে পালন করা হয়েছ।
শনিবার (৬ জুন) সকালে চিরঞ্জীব মমতাজ স্মরণ সৌধে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন জানানো হয়।
পরে পারিবারিক কবর স্থানে শহীদ মমতাজ উদ্দিনের কবর জিয়ারত শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এই সকল কর্মসূচী পালন হয়েছে ৩ ভাগে বিভক্ত হয়ে। প্রথমে শহীদ মমতাজের ছোট সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, দ্বিতীয় দফায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী নেতা কর্মীদের নিয়ে এসব কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। এবং লালপুর-বাগাতিপাড়া আসনের বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি গোপালপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আবদুল কাদের, শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহমেদ সাগর প্রমুখ সহ তৃতীয় দফায় এ কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য – ২০০৩ সালের ৬ জুন রাত ১০টার দিকে নাটোরের গোপালপুর-আব্দুলপুর সড়কের দাঁইড়পাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় সাবেক সাংসদ মমতাজ উদ্দিনকে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *