নাটোরে বিনা মুগ-৮ চাষীদের সাথে মতবিনিময়

রাজশাহী
 নাটোর প্রতিনিধিঃ নাটোরে বিনা মুগ-৮ এর প্রচার এবং সম্প্রসারনের লক্ষে মুগ চাষীদের সাথে মতবিনিময় ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় নাটোর কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার।
কৃষিবিদ সুষান চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকতার্ কৃষিবিদ খান জাহান আলী, কৃষিবিদ মশিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার বিনা মুগ চাষী রাব্বানী আকন্দ বলেন,সম্প্রতি ভয়াবহ আমপান ঝড়ের তান্ডবে জেলার প্রায় ৪০ ভাগ মুগ নষ্ট হয়েছে। এরপর স্থানীয় কৃষি বিভাগ ও বিনা কর্মকতার্দের পরামর্শ ও তদারকিতে বিনা মুগ-৮এর ভাল ফলনের আশা করা হচ্ছে। আগামীতে এই এলাকায় মুগের চাষ আরও বাড়বে বলে জানান ওই কৃষক। পরে কৃষি কর্মকতার্রা  এলাকার বিনা মুগ-৮ এর জমি পরিদর্মন করেন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *