লালপুরে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ২জনের খোঁজ না মেলায় উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা

রাজশাহী

আল-আফতাব খান সুইট, নাটোর: লালপুরে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ দুইজনের খোঁজ না মেলায় উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিখোঁজ দুইজনকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো সোমবার (২২ জুন) ভোরে আবারো অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু নদীতে প্রবল শ্রোতের কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হওয়ায় বিকেলেই অভিযান বন্ধ ঘোষণা করা হয়।

লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, নদীতে প্রবল শ্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে আজ বেলা সাড়ে এগারোটার দিকে জানানো হয়েছে। এদিকে স্বজনদের না পাওয়ায় নিখোঁজদের পরিবারে চলছে শোকের মাতম ।

এর আগে রবিবার (২১ জুন) নাটোরের লালপুরে লক্ষীপুর বালু ঘাট এলাকায় পদ্মা নদীর চরের জমিতে চিনা বাদাম তুলে ফেরার পথে নৌকা ডুবে দুইজন নিখোঁজ হয়। নিখোঁজরা উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিম ও ছইমুদ্দিনের ছেলে পুকিন।

লালপুর ফায়ার সার্ভিস খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে রাজশাহী থেকে ডুবুরীর আরো একটি দল তাদের সাথে যোগ দেয়। অন্ধকার পরিবেশ এবং প্রতিকূল আবহাওয়ার কারণে রবিবার রাত ১০টার দিকে উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *