নাটোরের পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার

রাজশাহী
আল-আফতাব খান সুইট, নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে লক্ষীপুর বালু ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবিতে ২ জন নিখোঁজ হওয়ার দুই দিন পর মরদেহ উদ্ধার।
আজ মঙ্গলবার ২৩জুন দুপুর ১টার দিকে পৃথক পৃথক স্থান থেকে পুকিনের (৩৫) মরদেহ পাকশী লালন শাহ সেতুর কাছে থেকে আর সেলিমের (২৫) মরদেহ ঈশ্বরদীর সাঁড়া ঘাট থেকে উদ্ধার করা মৃতের স্বজনরা।
পুলিশ জানায়,গতকাল উদ্ধার কাজ সমাপ্ত ঘোষনা করার পর আজ দুপুরে ঈশ্বরদী সারাঘাট ও কুষ্টিয়ার লালন সেতুর পাশে দুটি মরদেহ ভাসতে দেখে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের সহায়তায় নিহতদের স্বজনরা সেখানে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
উল্লেখ্য গত ২১জুন নাটোরের লালপুর উপজেলার লক্ষীপুর বালু ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবিতে ২ জন নিখোঁজ হয়।
রোববার ২১জুন বিকেল ৫টার দিকে তারা চরের জমিতে চিনা বাদাম তুলে ফেরার পথে এঘটনা ঘটে। নিখোঁজ হন লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিম ও ছইমুদ্দিনের ছেলে পুকিন।
এঘটনায় স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ও  রাজশাহী থেকে ডুবরীর আরো একটি দল ২১জুন ও ২২জুন এই দুই দিন চেষ্টা করে তাদের উদ্ধার করতে না পেরে উদ্ধার কাজ বন্ধ রেখেছিলেন ।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *