আরো ৪৩টি পেশাজীবী সংগঠনকে প্রধানমন্ত্রীর উপহার দিলেন মেয়র লিটন

রাজশাহী

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে নগর ভবন চত্বরে ৪৩টি সংগঠনের মাঝে চাল বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ ৬ষ্ঠ দফায় ৪৩টি সংগঠনের ৮ হাজার ৫৭২ সদস্যের জন্য ৬৬ হাজার ৫০০ কেজি প্রদান করা হয়েছে।

করোনা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন ও নিন্মআয়ের মানুষের মধ্যে খাদ্যসহায়তা দেওয়া অব্যাহত রেখেছেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। সরকারি সহযোগিতা ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা দিচ্ছেন মেয়র। এরআগে ১১৪টি পেশাজীবী সংগঠনকে প্রধানমন্ত্রীর উপহার চাল প্রদান করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন মেয়র।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন প্রমুখ।

আজ ত্রাণ দেওয়া ৪৩টি সংগঠন হলো, ইনোসেন্ট ক্রিকেট একাডেমী, পদ্মা শ্রমিক সমিতি, তাঁত শ্রমিক সমবায় সমিতি, শহীদ সিদ্দিক মার্কেট দোকান মালিক সমিতি, হোটেল বৈশাখী, বোয়ালিয়া ইনসানিয়াৎ ক্লাব, ভাই ভাই সমিতি, মহিষবাথান মিশনপাড়া (আদিবাসি), মুড়িপট্টি ব্যবসায়ী ঐক্য পরিষদ, আদিবাসী মুক্তিমোর্চা, রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ইউসেপ বাঁশের আড্ডা সিটি কর্পোরেশন স্কুল, ইউসেপ ছোটবনগ্রাম সিটি কর্পোরেশন স্কুল, যুব সমাজ ভবিষ্যৎ কল্যান সমিতি, একতা সমাজ কল্যান সংঘ, সন্ধ্যা প্রদীপ চ্যারিটি ফাউন্ডেশন, অনলাইন ব্যবসায় মালিক সমিতি, রাজশাহী ইলেকট্রিক দোকান কর্মচারী ইউনিয়ন, হড়গ্রাম বাজার স্বর্ণশিল্পী সমিতি, হড়গ্রাম বাজার ইলেকট্রিক দোকান কর্মচারী ইউনিয়ন, অংকুর মহিলা সমাজ কল্যাণ সমিতি, হরিজন শিব মন্দির কমিটি, রাজশাহী ফুটবল কল্যাণ সমিতি, জেলেপাড়া কালিমাতার মন্দির, হড়গ্রাম কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতি, শাহমখদুম থানা ইমারত শ্রমিক ইউনিয়ন, তরুণ ব্যাটারী এন্ড ডায়নামা ওয়ার্কসপ, মালোপাড়া হার্ডওয়্যার স্যানেটারী এন্ড মেসিনারীজ সমিতি, রাজশাহী বিশ^বিদ্যালয় স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি, ইজি বাইক/অটো ও চার্জার রিক্সা চালক, রাজশাহী প্রভাত বিদ্যালয়, রাজশাহী প্রাইভেট মাদরাসা কল্যাণ এসোসিয়েশন, রাবির টুকিটাকি চত্বরের ব্যবসায়ীবৃন্দ, রাজশাহী লাইটিং ও সাউন্ড মালিক সমিতি, রাজশাহী ড্যান্স এসোসিয়েশন, কাঁঠালবাড়ীয়া রিক্সা চালক সমবায় সমিতি, হিন্দু, বোদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন, রাজশাহী কুস্তি একাডেমী, আশার আলো প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, বাস্তহারা ও রাজশাহী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *