বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সমন্বয় ( সেচ্ছাসেবী সংগঠনের) উদ্যোগে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন ও কবিতা আবৃতি শেষে বিকেলে এক আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাটগাঙ্গোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম আঃ হামিদ সরকার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান বিজন সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হীরেন্দ্রনাথ প্রাং সহ সমন্বয় ( সেচ্ছাসেবী সংগঠন) এর সভাপতি খন্দকার মাহতাব হোসেন,সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান, সহ সভাপতি প্রভাষক আঃ জলিল প্রাং, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান( ডুগু), কোষাধ্যক্ষ এস এম শাহার আলী, সদস্য মাহাবুর,আবু জাফর, হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম,সাধারন সম্পাদক আলমগীর হোসেন,কোষাধ্যক্ষ আলমগীর হোসন,হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক মোসলেম আলী,নরদাশ উচ্চবিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম,আই,এস,বি এর পরিচালক মুর্তোজা খান,সাবেক ইউপি সদস্য আফজাল হোসন, কোয়ালিপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোবারক হোসেন,হাটগাঙ্গোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী ও অবিভাবক এ সময় উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সমন্বয় এর ক্রীড়া বিষয়ক সম্পাদক গুলবর রহমান।