নদী ও বঙ্গোপসাগরে ২ মালবাহী জাহাজডুবি, নিখোঁজ ১৩

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী ও বঙ্গোপসাগর চ্যানেলের পৃথক স্থানে ২ টি মালবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে জাহাজের ক্রু ও মাস্টারসহ ১৩ জন নিখোঁজের খবর পাওয়া গেছে।

শনিবার সকালে দিকে মেঘনা-বঙ্গোপসাগর চ্যানেলের ঠেঙার চর এলাকায় জাহাজ ডুবির ঘটনাটি ঘটে।

মালবাহী জাহাজ আক্তার বানু-১ এর ম্যানেজার রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম কোস্টগার্ড সূত্র জানায়, ভোরের দিকে মেঘনা-বঙ্গোপসাগরের মোহনার ঠেঙার চর এলাকায় চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে চিনি তৈরির কাঁচামাল বোঝাই কার্গো জাহাজ এমভি সিটি-১৪। পরে চিনি তৈরির কাঁচামাল নিয়ে আসার পথে মেঘনা-বঙ্গোপসাগরের মোহনায় প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে জাহাজটির তলদেশ ফেটে ঠেঙার চর এলাকায় জাহাজটি ডুবে যায়।

এ সময় একটি সিগন্যাল জাহাজ ও কোস্টগার্ডের সদস্যরা দুর্ঘটনা কবলিত জাহাজের মাস্টারসহ ১৪ জন ক্রু কে জীবিত উদ্ধার করে।

এ বিষয়ে চট্টগ্রাম কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় মাস্টারসহ ১৪জন ক্রু’কে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তিনি কার্গো জাহাজ আক্তার বানু-১ ডুবির ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি। সূত্র: বাংলাদেশ জার্নাল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *