দি ইয়ুথ এন্ডেভার বাংলাদেশ নের্টওয়ার্ক রাজশাহী সদস্যর সাথে সমঝোতা সাক্ষর

রাজশাহী

স্টাফ রিপোর্টার: আজ উন্নয়ন সংস্থা লফস ঘোড়ামারস্থ কার্যালয়ে দি ইয়ুথ এন্ডেভার বাংলাদেশ নের্টওয়ার্ক রাজশাহী সদস্যর সাথে সমঝোতা সাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।

কর্পোরেট স্যানেটিশন, শব্দ দূষন নিয়ন্ত্রন, সংগঠন ব্যবস্থপনা উন্নয়ন বিষয়ে ২০২০-২০২৫ অর্থ বছরে ৫বছর মেয়াদী আমরাই প্রকল্পের অধীনে রাজশাহী জেলায় অবস্থিত এনজিও সমূহ – রুডো, পার্টনার, লফস, নিবুস, আশার প্রদিপ, লক্ষীপুর দুস্থ্য মহিলা সংস্থা, বিকাশ, নারী হস্থ শিল্প উন্নয়ন প্রতিষ্ঠান, উদয়ন কুটির সংস্থার প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে যুব সমাজের আলো সংস্থার সাথে চুক্তি সম্পূর্ণ হয়।

চুক্তিপত্র উপস্থান করেন নেটওয়ার্ক কর্মকর্তা এস.এম সালাম। চুক্তিপত্র অনুষ্ঠানে যুব সমাজের আলোর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার মোঃ জামাল উদ্দিন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

চুক্তিপত্র অনুষ্ঠানপি সঞ্চালনা করেন রুডো এর পরিচালক সোহাগ আলী।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *