বঙ্গবন্ধুর আদর্শের কাছে চক্রান্তকারীদের শক্তি দুর্বল হয়ে পড়েছে: চেয়ারম্যান শফিক

রাজশাহী

নাটোর প্রতিনিধিঃ সিংড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক বলেছেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া আদর্শের কাছে চক্রান্তকারীদের শক্তি দুর্বল হয়ে পড়েছে। সেই শক্তি এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় তারা বিভেদের আওয়াজ তুলছে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। আইসিটি প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে শফিক বলেন, অনৈক্যর কথা বলে সিংড়াতে আর অশান্তি সৃষ্টি করবেন না। দুর্বৃত্ত, চোর-ডাকাত দিয়ে রাজনীতি হয় না। ৫জন দুর্বৃত্ত দিয়ে আওয়ামীগের রাজনীতি চলে না।

আওয়ামীগের রাজনীতি করতে হলে আওয়ামীগের আদর্শ ধারণ করতে হবে। এখানে বিএনপি-জামায়াত এর সাথে সখ্যতা বাদ দেন। কত মন্ত্রী ফ্ল্যাগ নিয়ে ঢাকা গেল, ফ্ল্যাগ খুলে খুলে গাড়ী চলে এসছে।

বুধবার উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজিত শোকর‍্যালি শেষে সিংড়া পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে ১৫ ও ২১ আগস্ট নিহত শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে শফিকুল ইসলাম শফিক এসব কথা বলেন।

শফিক আরও বলেন, জাতির জনক কন্যা আজকে শুধু বাংলাদেশের নেতা না। বিশ্বে কয়েকজন প্রভাবশালী নারীর মধ্যে একজন। শুধু এশিয়া মহাদেশে নয়। বিশ্ব শান্তির অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। ২৬ বার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আর ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী জিয়াউর রহমানের কু-পুত্র তারেক জিয়া ছিল ওই হত্যার পরিকল্পনাকারী

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন দলে অনুপ্রবেশকারীদের খুজে খুজে তার ব্যবস্থা করবেন। আমি আল্লাহর কাছে শপথ করেছি, আমার নেতা কর্মী যদি জেল হাজতে যায়। আমি তাদের জেল হাজতে রেখে ভাত খাব না। তৃণমূল আ.লীগকে প্রতিষ্ঠত না করে পালাবো না। আপনারা শেখ হাসিনা ও আথলীগের প্রতি বিশ্বাস রাখবেন। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত হবেই।

সভায় পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমনা রঞ্জুথর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর জেলা আথলীগের সহ-সভাপতি অধ্যক্ষ শামছুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ দুদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খ.ম মশিউর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড.খলিলুর রহমান, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আক্কাছ আলী, সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম, কৃষকলীগের সভাপতি আনিছুর রহমান, পৌর আথলীগের যুগ্ম সম্পাদক ও সিংড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আদনান মাহমুদ, আ.লীগ নেতা জাহেদুল ইসলাম জিন্নাহ, পৌর ছাত্রলীগের সাবেক শামসুল আলম সামি প্রমূখ।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *