রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ২

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পদ্মায় নৌকাডুবিতে দুইজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর উপকণ্ঠ নবগঙ্গা ৫ নম্বর বাধের কাছে নৌকাটি ডুবে যায়।

নিখোঁজ দুইজনের মধ্যে সুচনা নামের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আরেকজন রিমন নামের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রয়েছেন।

ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, স্থানীয় এক আত্মীয়ের বাসায় ঢাকা থেকে বেড়াতে আসেন ১৩ জন। পরে বিকেলে একটি ছোট নৌকায় পদ্মা নদীতে ঘুরতে বের হন । ভ্রমণ শেষে ফেরার পথে বিকেল সাড়ে পাঁচটার দিকে নবগঙ্গা ৫ নম্বর বাধের কাছে নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়রা নৌকা যোগে ৭ জনকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীর বিভিন্ন পাড়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে আরও চার জনকে জীবিত উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ- সহকারি পরিচালক জাকির হোসেন। তিনি জানান, শুক্রবার বিকেলে পদ্মা নদীতে ১৫ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। স্থানীয়দের সহায়তায় ১৩ জনকে উদ্ধার করা হলেও এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।

জাকির হোসেন আরও জানান, উদ্ধারকৃতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কাজ করছে।

 

স্ব:বা/ না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *