গাজীপুরে মাতব্বরদের ধার্যকৃত জরিমানা দিতে না পেরে যুবকের আত্মহত্যা

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর সাথে মুঠোফোনে অশ্লীল কথাবার্তার জেরে মাতব্বরদের ধার্য করা ত্রিশ হাজার টাকা দিতে না পেরে হাবিব রানা (২২) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রোববার সকালে হাবিব রানার লাশ উদ্ধার করেছে পুলিশ।

হাবিব রানা বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের আবুল কালাম শেখের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে মনির হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় হ্যাম্স গার্মেন্টস লিমিটেডে চাকুরী করতেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান, পরিবাবরসহ মনির হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয়ভাবে দিনমজুরের কাজ করেন তিনি। পারিবারিক কারণে তিনি তার স্ত্রীর মুঠোফোনে অটো রেকর্ডিং চালু রাখতেন। তাদের পাশের কক্ষেই ভাড়া থাকতেন হাবিব রানা। মাঝে মধ্যে তার মেয়ের জন্য মজাদার খাবার কিনে আনতেন হাবিব।

শনিবার রাতে তিনি কাজ থেকে ফিরে ফোনের অটো রেকর্ডিংয়ে হাবিব ও তার মেয়ের বিভিন্ন আপত্তিকর কথা শুনতে পান। এসময় তিনি হাবিবকে এব্যাপারে জিজ্ঞাসাবাদ ও বিষয়টি বাড়ির মালিকসহ স্থানীয়দের জানান।

নিহতের বড় ভাই মফিজুর রহমান জানান, তিনি নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস কারখানায় কাজ করেন। শনিবার রাত ৯টার দিকে বাড়ির মালিক মনির হোসেন বিষয়টি তাকে জানান। দ্রুত ঘটনাটি মীমাংসা না করলে তার ভাইকে থানা পুলিশের কাছে দেয়া হবে বলে জানানো হয়।

ঘটনা শুনে রাতেই তিনি নারায়ণগঞ্জ থেকে শ্রীপুর চলে যান। পরে স্থানীয় মোজাম্মেল হক, জহির, বাড়ির মালিক মনির, নবী হোসেন ও চান মিয়া ঘটনার মীমাংসা করে দেয়ার বিনিময়ে ত্রিশ হাজার টাকা দাবি করেন। কিন্তু মধ্য রাতে টাকার কোন ব্যবস্থা করতে পারেননি।

পরদিন রোববার সকালে মোবাইল ব্যাংকিংয়ে পাঠানো টাকা তুলতে শ্রীপুর বাজারে যান। পরে বাজারে থাকাকালীন তাকে জানানো হয় তার ভাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন।

অভিযুক্ত মোজাম্মেল হক জানান, তারা ঘটনা মীমাংসা বা কোনো টাকা দাবী করেননি। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি বিভিন্ন ভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নাল।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *