নাচোলে ভূমি সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

রাজশাহী
নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘রাখবো নিঙ্কণ্টক জমি-বাড়ি, করব সবাই ই-নামজারি’ এ-প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ১০ই এপ্রিল বুধবার নাচোল উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় নাচোল উপজেলা ভুমি অফিস র‌্যালি বের করে প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষ করে। এরপর বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসরুবা ফেরদৌস, নাচোল উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা আক্তার, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, উপজেলা নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুনি, নাচোল সরকারি কলেজের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ও নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ প্রমুখ।
এসময় বিভিন্ন অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, শিক্ষার্থীসহ খাসজমি বন্দোবস্তকারী এবং গুচ্ছগ্রাম আবাসন প্রকল্পের ঘরবাড়ি গ্রহিতারা উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনাসভায় ভুমিহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর, গুচ্ছগ্রাম আবাসন প্রকল্পের পরিবারকে বাড়ির চাবি বিতরণ ও ভুমি সেবার উপর রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, নাচোল উপজেলা স্কুলের সহকারি শিক্ষক মজিদুল হক।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *