বড়াল নদী পুনরুদ্ধারে বাগাতিপাড়ায় মতবিনিময় সভা

রাজশাহী লীড
বাগাতিপাড়া প্রতিনিধি:
বড়াল নদী পুনরুদ্ধারে করনীয় নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় বড়াল রক্ষা নদী কমিটির আয়োজনে  মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের বড়াল মিলনায়তনে এই মতবিনিময় সভায় নদী পাড়ের বিভিন্ন পেশার প্রতিনিধিরা মতামত ব্যক্ত করেন।
এতে প্রধান আলোচক ছিলেন বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব মিজানুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম  শেখ ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাদি।
বক্তারা বলেন,  বড়াল নদী পুনরুদ্ধার করতে না পারলে চলনবিলসহ তিনটি জেলার খালবিল পানি শূন্য হয়ে পড়েছে।  দ্রুত নদীতে পানি প্রবাহ নিশ্চিত করা না গেলে এলাকা মরুভূমি হয়ে যাবে ।
  ইতোমধ্যে এসব এলাকার পানির স্তর নিচে নেমে যাওয়ায় খাবার পানির সংকট দেখা দিচ্ছে।  তাই বড়ালকে পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *