কেন আল জাজিরা এটা করছে?

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক: দেশ এগিয়ে যাচ্ছে বলেই নানা ফন্দি-ফিকির হচ্ছে। আমাদের কত ধরনের শত্রু  আছে। এই যে আল জাজিরা কোনো রাষ্ট্রও না, দেশও না। তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্যও নেই। মিয়ানমার আমাদের প্রতিবেশী। তাদের সঙ্গে আমাদের সমস্যা আছে। প্রতিবেশীর সঙ্গে মাঝে মাঝে এ রকম সমস্যা হয়। আবার মিটমাটি হয়ে যায়। কিন্তু আল জাজিরার সঙ্গে সেই সমস্যাও নেই। তাহলে এমন ধরনের মিথ্যাচার কেন করা হচ্ছে?

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আল জাজিরা একটি কোম্পানি। তারা (আল জাজিরা) তেল কোম্পানি, গ্যাস কোম্পানি, দখল কোম্পানি ও তথ্য কোম্পানি। তারা কেন এভাবে আমাদের বেছে নেবে? নানা কাঠখড় পুড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আল জাজিরা কাট অ্যান্ড পেস্ট এডিটিং করে কী একটা করে দিল। এগুলো তারা এখন করছে। আমার প্রশ্ন, কেন আল জাজিরা এটা করছে?

তিনি বলেন, পায়ের ছাপ ধরে ধরে পুলিশ যেমন চোর ধরে, আল জাজিরার নিউজ করানোর ক্ষেত্রেও কিছু লোকের পায়ের ছাপ আমরা দেখছি। তবে আমরা যদি এক হয়ে থাকি, আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। বিএনপি একটানা ২০-২৫ বছর মিথ্যাচার করে পারেনি, এরাও পারবে না।

স্মরণসভায় আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *