পুলিশ নিয়োগে দালাল থেকে সতর্ক থাকুন: রাজশাহীর এসপি শহিদুল্লাহ

বিশেষ সংবাদ লীড

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগে কোনো ধরনেই টাকা-পয়সা লেনদেন করা হয় না। বরং যোগ্য প্রার্থীরাই নির্ধারিত প্রক্রিয়ায় নিয়োগ পাবেন। কিছু অসাধু দালাল চক্র এই নিয়োগকে কেন্দ্র করে সাধারণ মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে। তাই এই বিষয়ে রাজশাহী জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ বিপিএম, পিপিএম এর পক্ষ থেকে সকলকে সর্তক থাকার অহবান জানানো হয়েছে।

আজ সোমবার (৩ জুন) রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী পহেলা জুলাই জেলা পুলিশ লাইন্স মাঠে রাজশাহী জেলার বিপরীতে নিয়োগযোগ্য ট্রেইনি রিক্রুট কনস্টবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, এক শ্রেণীর অসাধু দালাল চক্র এই নিয়োগকে কেন্দ্র করে সাধারণ মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে।

বাংলাদেশ পুলিশে কনেস্টবল (টিআরসি) পদে নিয়োগ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এখানে ব্যত্যয় ঘটানোর কোন সুযোগ নেই। এই বিষয়ে সকলকে সর্তক থাকার অহবান জানানো হচ্ছে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে মর্মে সকলকে আশ্বস্ত করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *