আনন্দমেলায় শিবলী ও নিপার চমক

বিনোদন

স্বদেশবাণী ডেস্ক:  প্রতিবছরের মত এবারও বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের বিশেষ ‘আনন্দমেলা’। চমকপ্রদ বিষয় দিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন। যেখানে চমক নিয়ে আসবেন নৃত্যশিল্পী শিবলি মহম্মদ ও শামীম আরা নিপা। নৃত্যশিল্পী হলেও এবার তার অনুষ্ঠানে গাইবেন গান।

‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু’ শিরোনামের গানটি নতুন করে গেয়েছেন দুজন। গানটির সংগীতায়োজন করেছেন সাদী মোহাম্মদ।

এ বিষয়ে শামীম আরা নিপা বলেন, ‘দুরকমের অভিজ্ঞতা হয়েছে এবারের আনন্দমেলায়। শুরুতে আমাদের নাচ করারই কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণেই আমাদের বিশাল দল নিয়ে নাচ করা সম্ভব হচ্ছে না। তাই ভাবলাম নাচের বাইরে কিছু করা যায় কি না। সেই ভাবনা থেকেই গান গাওয়া।’

তিনি আরও বলেন, ‘একেবারেই সংগীতশিল্পী নই। তারপরেও সংগীত হৃদয়েই থাকে, সেজন্যই একটা চেষ্টা। এটা ঠিক গান গাওয়ার জন্য গাওয়া নয়, এক ধরণের অনুভূতি থেকে গাওয়া।’

শিবলী মোহাম্মদ বলেন, ‘সংগীত মানেই গীত, বাদ্য, নৃত্য। আমরা সবসময় গানের সঙ্গে বা মিউজিকের সঙ্গেই নৃত্য করি। আমাদের ভেতরে সবসময়ই গানের একটা গুঞ্জরণ হয়। সে কারণেই মনে হলো এবারের আনন্দমেলায় একটা গান করা যায়। আর আমার ভাই সংগীতশিল্পী সাদী মোহাম্মদ খুব যত্ন করে সংগীতায়োজন করে আমাদের দিয়ে গানটি গাইয়েছেন।’

প্রসঙ্গত, এবারের আনন্দমেলায় অংশ নিয়েছেন অনেক তারকা শিল্পী। ‘রিমঝিম ঝিম বৃষ্টি’ শিরোনামের গানে পারফর্মেন্সের পাশাপাশি উপস্থাপনা করেছেন চলচ্চিত্র তারকা ফেরদৌস ও পূর্ণিমা। এছাড়া বাউলদের অংশগ্রহণে থাকছে বাউল গানের পরিবেশনা। নাচে অংশ নিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রয়াত অভিনেত্রী কবরীর অভিনীত কালজয়ী গান ‘সে যে কেন এলো না’ গানের সঙ্গে নাচ করবেন তিনি। বিশেষ একটি নাচে অংশ নেবেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

দুই বাংলার ছয় শিল্পী পরিবেশন করবেন একটি বিশেষ গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন এপার বাংলার তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও চন্দন সিনহা এবং ওপার বাংলার উষা উত্থুপ, রাঘব চট্টোপাধ্যায় ও জয় সরকার। কবির বকুলের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। ‘যতনে রাখিব’ শিরোনামে একটি গান পরিবেশন করেছেন মমতাজ।

আনন্দমেলা প্রচার হবে ঈদের দিন রাত ১০টার সংবাদের পর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *