সিংড়াতে এলো দলছুট মুখপোড়া হনুমান

রাজশাহী লীড
আল-আফতাব খান সুইট, নাটোর প্রতিনিধিঃ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ছুটে বেড়ানো দলছুট এক হনুমানকে এবার নাটোরের চলনবিল অধ্যুষিত সিংড়া এলাকায় দেখা মিলেছে। বেশ কিছুদিন ধরে সিরাজগঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, ভাঙ্গুড়া সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখা গেছে দলছুট ওই হনুমানকে।
স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে দলছুট এক মুখপোড়া হনুমান। হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক জনতাভির করছেন। ওই মুখপোড়া হনুমানকে দেখে শিশু, যুবক ও বৃদ্ধ সহ নানা বয়সী মানুষ পিছু ছুটছে। প্রাণিটিকে দেখে অনেকেই  আনন্দ পাচ্ছেন। বিশেষ করে শিশু ও নারীরা। কেউ তার দিকে খাবার ছুড়ে দিচ্ছেন। কেউবা তার সাথে ভাব জমাতে হাত নেড়ে কাছে ডাকছেন। এদের অনেকে ওই প্রাণির দিকে ঢিল ছুড়ে বিরক্তও করছে।
স্থানীয় পরিবেশ কর্মী ও উপজেলা পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী জানান, গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে এই মুখপোড়া দলছুট হনুমানকে। উপজেলার বলিয়াবাড়ি, নুরপুর, চকসিংড়া, শোলাকুড়া, সিংড়া বাজার ও গোল ই আফরোজ সরকারী কলেজ চত্বর এলাকায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। মুখপোড়া দলছুন হনুমান কাউকে বিরক্ত না করলেও অতি উৎসাহী যুবক তাকে ঢিল ছুড়ে বিরক্ত করছে। এতে সে ক্ষিপ্ত হয়ে তেড়ে আসছে শিশুদের দিকে। কোথায় থেকে  মুখপোড়া হনুমানটি এসেছে তা বলতে পারছেননা কেউ। তবে গত কিছুদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে দলছুট একটি মুখপোড়া হনুমানের আগমণ নিয়ে  লেখা সংবাদ বা প্রতিবেদন চোখে পড়েছে। ধারনা করা হচ্ছে বিভিন্ন এলাকা ঘুরে প্রাণিটি নাটোরের চলনবিল অধ্যুষিত সিড়া উপজেলায় ঘুরে বেড়াচ্ছে। প্রণিটিকে যেন কেউ বিরক্ত না করে সে জন্য মানুষদের বুঝিয়ে সচেতন করা হচ্ছে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *