চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে পুলিশ একাডেমির গেট থেকে তিন জন আটক

বিশেষ সংবাদ লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলার সরদহে অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (০৮ জুলাই) বিকেলে পুলিশ একাডেমির গেট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালির রিপন ও শাহীন এবং নওগাঁর বদলগাছী উপজেলার ফিরোজ। তাদের কাছ থেকে একটি ভুয়া নিয়োগপত্র ও দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, রাজবাড়ীর পাংশা উপজেলার সলিম মণ্ডলের ছেলে বেলালকে পুলিশ একাডেমিতে চাকরি দেওয়ার কথা বলে গ্রেফতার রিপন ৫০ হাজার টাকা নেন। টাকা নেওয়ার পর বেলালকে দেওয়া হয় অফিস সহকারীর একটি নিয়োগপত্রও। যোগদানের পর রিপন ও তার সহযোগীদের আরও দেড় লাখ টাকা দেওয়ার কথা ছিল। সোমবার বিকেলে ওই নিয়োগপত্র নিয়ে পুলিশ একাডেমিতে যোগদান করতে আসেন বেলাল।

কিন্তু নিয়োগপত্রটি ভুয়া হওয়ায় থানায় খবর দেন পুলিশ একাডেমি কর্তৃপক্ষ। এরপরই পুলিশের জালে আসে ওই তিন প্রতারক।

ওসি আরো জানান, আটকরা প্রতারক চক্রের সদস্য। তাদের কাছ থেকে একটি ভুয়া নিয়োগপত্র ও দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেলাল মণ্ডল বাদী হয়ে মামলা করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *