রাস্তা থেকে মৃত নবজাতক উদ্ধার

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক:  বাগেরহাটের একটি সড়ক থেকে মৃত নবজাতক উদ্ধার করা হয়েছে। বাচ্চাটি সদ্য ভূমিষ্ঠ এবং রাতের কোনো একসময় কেউ বাচ্চাটিকে রাস্তায় ফেলে গেছে, জানান এলাকাবাসী।

শনিবার (২৩ অক্টোবর) সকালে দশানী-গিলাতলা সড়কের বাগেরহাট সদর উপজলার কাড়াপাড়া আশ্রমের মাঠ সংলগ্ন রাস্তা থেকে নবজাতকটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

পরে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কাড়াপাড়া হাইস্কুল মসজিদের ইমাম মোশাররফ হাওলাদার বলেন, ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলাম। আশ্রমের মাঠ এবং মসজিদের আগের মোড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালে দেখি রাস্তার পরে কিছু একটা পড়ে আছে। লাইট জ্বেলে ভালোভাবে দেখতে যেয়ে দেখি একটি মৃত বাচ্চা। বাচ্চাটির চোখ-মুখ কুকুরে বা কিছুতে ক্ষত-বিক্ষত করেছে।

তিনি আরও বলেন, পরে আমি পার্শ্ববর্তী বাড়ির লোকদের ডেকে একটি পলিথিনে মুড়িয়ে রাখি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দিই।

বাচ্চাটিকে দেখে মনে হয়েছে সদ্য ভূমিষ্ঠ এবং রাতের কোনো একসময় বাচ্চাটিকে কেউ রাস্তায় ফেলে গেছে, জানান তিনি।

কাড়াপাড়া ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আরিফুল ইসলাম বলেন, ভোরে ফজরের নামাজ পরে খবর পাই আশ্রমের মাঠ সংলগ্ন রাস্তার পাশ থেকে মৃত অবস্থায় একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা, কেউ হয়ত অবৈধ গর্ভপাত করে নবজাতকটিকে রাস্তায় ফেলে দিয়েছে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *