হাত-পা বিহীন শিশুকে নিয়ে পা-খোয়ানো বাবার লড়াই

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক: প্রকৃত অর্থেই তিনি একজন জীবনযোদ্ধা। এই শিশুটির বাবা মুনজির সিরিয়ার ইদলিব বাজারে যাওয়ার সময় বোমা বিস্ফোরণে নিজের ডান পা হারিয়ে ফেলেছিলেন। আর তার ছেলে মুস্তফা আবার জন্ম নিয়েছে হাত-পা হীন ভাবেই।

‘টেট্রা-অ্যামেলিয়া’ নামে একটি জিনগত রোগের কারণেই এমন অবস্থা হয়েছে তার। শিশুটি এই রোগের শিকার হয়েছে আরও এক ভয়াবহ কারণে।

সিরিয়ার যুদ্ধের সময় ‘নার্ভ-গ্যাস’ হামলায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তার মা। তখন কড়া ওষুধ খেতে হয়েছিল। সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতে ‘টেট্রো-অ্যামেলিয়া’ রোগাক্রান্ত শিশুর জন্ম দেন তিনি। ছবি সৌজন্য: মেহমত আসলান, সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড ২০২১। সূত্র: আনন্দবাজার

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *