মোহনপুরে শপথ নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন ৬ আ.লীগ প্রার্থী

রাজশাহী

মোহনপুর প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচনে উপলক্ষ্যে মোহনপুর উপজেলার ৬ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১লা নভেম্বর সোমবার দুপুরে উপজলা চত্বরে একত্রিত হয়ে পথসভা ও দোয়া মাহফিল শেষে তারা এ মনোনয়ন জমা দেন। পথসভা শেষে জনস্বার্থে চেয়ারম্যান পদপ্রার্থীদের শপথ বাক্য পাঠ করান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।

আওয়ামী মনোনীত চেয়্যারমান প্রার্থীরা উপস্থিত বক্তব্য রাখেন, ১নং ধুরইল ইউপির দেলোয়ার হোসেন, ২নং ঘাসিগ্রাম ইউপির আজাহারুল ইসলাম বাবলু, ৩নং রায়ঘাটি ইউপির বাবলু হোসেন, ৪নং মৌগাছি ইউপির আল আমিন বিশ্বাস, ৫নং বাকশিমল ইউপির আব্দুল মান্নান, ৬নং জাহানাবাদ ইউপির হযরত আলী।

চেয়্যারমান প্রার্থীরা বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মনোনীত করেছেন। আমাদের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি জনগনের কল্যাণে কাজ করেন। আমরা ইউপির জন কল্যানে কাজ করবো। ইউপির সকল সেবা সকলে সমান ভাবে পাবেন। আওয়ামী লীগের সকল প্রার্থী বিজয় নিশ্চিত করতে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ সংগঠনের নেতা-কর্মীরা ভুমিকা রাখবেন। আমাদের বিজয়, নৌকার বিজয়, আওয়ামী লীগের বিজয় মোহনপুরে হবেই ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। যাচাই-বাছাই ৪ নভেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৫ নভেম্বর থেকে শুরু হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। এ ছাড়া ১২ নভেম্বরের পর দেওয়া হবে প্রতীক বরাদ্দ। আগামী ২৮ নভেম্বর ইউ.পি নির্বাচন হবে।

 

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *