শতভাগ নিশ্চিত বিজয়ের পথে ইউসুফপুর ইউনিয়নে’র চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম

রাজশাহী

স্টাফ রিপোর্টার: আসন্ন চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬শে ডিসেম্বর। ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আরিফুল ইসলাম মাখন সরকার। সাক্ষাৎকারে আরিফুল ইসলাম মাখন সরকার বলেন, জনগণ আমাকে ইউসুফপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাই বাধ্য হয়েই আমি নির্বাচন করছি। ২০১১ সালে আওয়ামী লীগের ৪ জন প্রার্থী নির্বাচন করেছি কিন্তু অল্প কিছু ভোটের ব্যবধানে ফেল করেছি।

কিন্তু এবার ইউসুফপুর ইউনিয়নের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে এবং এক প্রকার চাপের মুখে আমি নির্বাচন করছি। আরিফুল ইসলাম মাখন সরকার আরো বলেন, আমি ইউসুফপুর ইউনিয়নের সকল মানুষের বাড়ি বাড়ি গিয়ে দোয়া চেয়েছি এবং সকলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার আশ্বাস দিয়েছেন।

এর আগে ২০১৬ সালে মনোনয়ন চেয়েছিলাম কিন্তু মনোনয়ন না পাওয়ার কারণে নির্বাচন করা হয়নি। কিন্তু এবার নৌকা প্রতীক না পেয়েও জনগণের ব্যাপক চাপের কারণে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে বাধ্য হয়েছি। নির্বাচনী প্রতীক বরাদ্দ হলেই নির্বাচনী ইশতেহার জমা দিবো। আমার জীবন যৌবন ছাত্র অবস্থা থেকেই আওয়ামী লীগ রাজনীতির সাথে সক্রিয় আছি। আপনারা যাচাই করে দেখবেন বংশগতভাবে আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আর এই সমর্থনের কারণেই আমাকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে হচ্ছে।

নির্বাচনে কোনো প্রকার কারচুপি না হলে বা নির্বাচন যদি নিরপেক্ষ হয় তাহলে আমি শতভাগ নিশ্চিত আমি জয়ী হব ইনশাআল্লাহ। স্থানীয়দের সাথে কথা হলে তাদের অনেকে বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে মোঃ আরিফুল ইসলাম মাখন সরকার আগামীর নিশ্চিত চেয়ারম্যান, কারণ তার মত যোগ্য, সমাজসেবী,গরিবের বন্ধু ইউসুফপুর ইউনিয়নে দ্বিতীয়টি নেই।

 

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *