রাজশাহীতে এলআইইউপিসি প্রকল্পের সিটি লেভেল নিউট্রিশন কনটেক্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মহানগরীর স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত জরিপ কার্যক্রমের সিটি লেভেল নিউট্রিশন কনটেক্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।

লিভলিহুড ইমপ্রুভমেন্ট অব আরবান পুর কমিউনিটি (এলআইইউপিসি) ইউএনডিপি প্রকল্পের জাতীয় পরামর্শক শামসুন্নাহার রাজশাহী মহানগরীর স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত জরিপ কার্যক্রমের সার্বিক তথ্য চিত্র উপস্থাপন করেন।

অনুষ্ঠিত কর্মশালায় রাসিকের কাউন্সিলর ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সোবহান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর, মোঃ আশরাফুল হাসান (বাচ্চু), রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, এলআইইউপিসি, ইউএনডিপি প্রকল্পের টাউন ম্যানেজার আব্দুল কাইউম মন্ডল, সোসিওইকোনমিক ও নিউট্রিশন অফিসার মোঃ জুলফিকার আলী, সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম ও কমিউনিটি অর্গানাইজারগণ অংশগ্রহণ করেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *