তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আরেকটি দেশ

আন্তর্জাতিক

স্বদেশবাণী ডেস্ক:  তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

নিকারাগুয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, নিকারাগুয়া আজ থেকে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে এবং যে কোনো ধরনের যোগাযোগ ও আনুষ্ঠানিক সম্পর্ক বন্ধ করে দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, নিকারাগুয়া এক চীন নীতিকে সমর্থন জানায়।

মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার এ সিদ্ধান্তে অত্যন্ত হতাশ হয়েছে তাইপে।

তাইওয়ান বলছে, এটি অত্যন্ত দুঃখের খবর। নিকারাগুয়া দীর্ঘদিনের বন্ধুত্বকে উপেক্ষা করেছে।

অন্যদিকে নিকারাগুয়ার এ সিদ্ধান্তে খুশি চীন।

চীনের চাওয়া, বেইজিংয়ের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে তাইওয়ানের সঙ্গে বিদ্যমান সম্পর্ক ছিন্ন করতে হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং নিকারাগুয়ার এ সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, নিকারাগুয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে ‘তাইওয়ানের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর’ আহ্বানের পর নিকারাগুয়া এমন পদক্ষেপ নিল।

সাম্প্রতিক সময়ে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এর মধ্যে তাইওয়ানের পাশে এসে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র।

চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে। আর তাইওয়ান দাবি করে, তারা স্বাধীন।

তাইওয়ানের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে এ সংখ্যা কমে আসছে। ২০১৬ সালে সাই ইং ওয়েন দ্বীপটির প্রেসিডেন্ট হওয়ার পর থেকে মূলত তাইওয়ানের আন্তর্জাতিক মিত্রের সংখ্যা কমছে। সে সময় ২১টি দেশের সঙ্গে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিল, এখন কমে তা দাঁড়িয়েছে ১৪-তে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *