দক্ষিণ সুনামগঞ্জে গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

জাতীয়

কাজী জমিরুল ইসলাম মমতাজ (সুনামগঞ্জ): ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে র‌্যালী শেষে, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলার শান্তিগঞ্জস্থ মুক্তিযোদ্ধা কমপে¬ক্সের হলরুমে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনোজ ভট্রাচার্যের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান রফিক খান।

উপজেলা আওয়ামীলীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, আসাদুর রহমান আসাদ, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া,উপজেলা যুবলীগের সহ-সভাপতি রিপন তালুকদার, রাজা মিয়া, জুবেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল¬ুল হক জিলু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক জয়ন্ত তালুকদার পুল্টন, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, জয়কলস ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মৃদুল দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মনসুর আলম সুজন, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক জুয়েল দাস প্রমুখ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলের পরবর্তীতে মুক্তিযোদ্ধা কমপে¬ক্স ভবন থেকে শুরু হয়ে একটি শোকর‌্যালী উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিগঞ্জ বাজারে এসে শেষ হয়।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *