২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ২৯৫

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক:  দেশে করোনাভাইরাসে গত দুই দিন তিনশোর ওপরে রোগী শনাক্তের পর আজ সেটা কমে দাঁড়িয়েছে তিনশোর কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ২৯৫ জন। এ সময়ে করোনায় মারা গেছেন তিন জন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

অধিদফতর জানায়, নতুন শনাক্ত ২৯৫ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত সরকারি হিসাবে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮০ হাজার পাঁচ জন, মঙ্গলবার পর্যন্ত মোট মারা গেছেন ২৮ হাজার ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৬৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২২ হাজার ৭৭৩টি, আর নমুনা পরীক্ষা হয়েছে ২২ হাজার ৮৭০টি।

দেশে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১১ লাখ ৬৫ হাজার ১০৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৮ লাখ ৮৯ হাজার ৭৪৩টি, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৭৫ হাজার ৩৬২টি।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার এক দশমিক ২৯ শতাংশ, আর এখনও পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ, শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *