রাজবাড়ীতে শিশু অপহরণ মামলায় ২ জনের যাবজ্জীবন

জাতীয়

স্বদেশবাণী ডেস্ক:  রাজবাড়ীতে স্কুলছাত্র নাইমকে (০৮) অপহরণ মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় দণ্ডপ্রাপ্ত আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামের সিরাজ মীরের ছেলে জাহিদ মীর(১৯) ও গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের আব্দুল সাত্তারের ছেলে নুরু (২০)

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৫ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর উপজেলার মুকুন্দিয়ার নাইমকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে একটি মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় মুকুন্দিয়া গ্রামের জাহিদ মীর ও নুরু।

এরপর তারা ওই শিশুর পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াঘাট এলাকায় টাকার বিনিময়ে শিশু নাইমকে ফেরত দেয় জাহিদ ও নুরু। এ ঘটনায় শিশু নাইম মুকুন্দিয়া গ্রামের সিরাজ মীরের ছেলে জাহিদ মীরকে চিনে ফেলার কথা জানায়।

ওই দিনই শিশুটির চাচা মো. নুর মোহাম্মদ তালুকদার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলাটি  দায়ের করেন।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট উমা সেন যুগান্তরকে বলেন, দীর্ঘ সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় আদালত অপহরণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

এছাড়াও ১০ হাজার টাকা জরিমানাও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় দুই আসামির মধ্যে একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর আরেকজন আসামি এখনও পলাতক রয়েছেন। তবে আদালতের এ রায়ের প্রতি আমরা সন্তুষ্ট বলে জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *