তানোরে স্থান না পেয়ে বাঁধে বিদ্রোহীদর বিজয়ের ভোজ নানান প্রতিক্রিয়া

রাজশাহী লীড
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ক্ষমতাসীন দলের গুটি কয়েক নেতা নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহ করে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে নেতাকর্মী না পেয়ে এক প্রকার চোরের মত বিলের বাঁধে পাখির অভয়াশ্রমে বিজয় ভোজ করেন।তাদের এমন হাস্যকর সভা ভোজ নিয়ে এলাকায় কোতুহলের শেষ।
গত ১৬ ডিসেম্বর চোরেরমত বিভিন্ন এলাকা থেকে এক এক করে দূপুরের সময় হাজির হন বিদ্রোহীরা।অবশ্য ভোজের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিদ্রোহীদের মদদ দাতা একে সরকার সরকারি কলেজের প্রভাষক রাকিবুল সরকার পাপুল।মোহরগ্রামের আ”” লীগ নেতা আবুল বাসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গত তালন্দ ইউপি ভোটে বিদ্রোহী প্রার্থী রইশ উদ্দিন বাচ্চু, বাধাইড় ইউপির বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম , পৌর যুবলীগের সদ্য অব্যাহতি পাওয়া সভাপতি রাজিব সরকার হিরো,পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজেন কর্মকার, সরনজাই ইউপির সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত,উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলী, সাবেক ছাত্রলীগ নেতা মৃদূল কুমার ঘোষ, মোহর  স্কুলের শিক্ষক মাহাবুর,মেয়র ইমরুলের ভাই সোহেল রানা,বাচ্চু মোল্লা,দুলাল হোসেন,আব্দুল বারী,নব নির্বাচিত কলমা ইউপি সদস্য সহিদুল,মিজান,শরিফুল, হাবিল রানা প্রমুখ।
কোন ব্যানার মাইক না থাকার কারনে জানতে চাওয়া কার আয়োজনে সভা পাপুল ও রানা জানান সাবেক ছাত্র লীগ নেতাদের।
তাদের বিজয়ের এমন সভা নিয়ে সব জায়গায় বইছে সমালোচনা। আবার অনেকে মোহনপুর পবা আসনের এমপি আয়েন উদ্দিনের যোগসাজশেরও গুঞ্জন বইছে।কারন তারা এত বড় উপজেলা রেখে কেন এমপি আয়েন উদ্দিনের পাখির অভয়াশ্রমে। দলের সাথে বিদ্রোহ করলে ফল এমনই হয়।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *