বাঘায় নিজেরটা চুরির পর এক দরিদ্রকে নতুন ভ্যান দিলেন ইউএনও

রাজশাহী

বাঘা প্রতিনিধি : বাঘায় এক হতদরিদ্র্যের নিজের ভ্যান গাড়িটি চুরির পর, নতুন একটি ভ্যানগাড়ি পেয়েছেন উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম বাজার সংলগ্ন বাসিন্দা আনারুল ইসলাম কালু। বুধবার (০২-০২-২০২২) দুপুরে বেলুন সজ্জিত ভ্যান গাড়িটি তার হাতে তুলে দেন উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা।

আনারুল ইসলাম কালু জানান, একমাত্র আয়ের উৎস্য তার ভ্যানটি দুই সপ্তাহ আগে চুরি হয়ে যায়। সেই ভ্যানের উপার্জিত টাকায় চলতো পাঁচ সদস্যের সংসার। ভ্যানটি চুৃরির পর থেকে উপার্জনক্ষম হয়ে মানবেতর জীবন যাপন করছিলেন। তার বিষয়টি জানার পর স্থানীয় এক স্কুল শিক্ষক উপজেলা নির্বাহি অফিসারের সাথে যোগাযোগ করতে বলেন। পরে ওই শিক্ষককে নিয়ে নির্বাহি অফিসারের সাথে যোগাযোগ করেন।

উপজেলা নির্বাহি অফিসার জানান,বিষয়টি জানার পর খোঁজ খবর নিয়ে তাকে ভ্যান দেওয়ার সিদ্ধান্ত নেন। বুধবার উপজেলা পরিষদ চত্বরে তাকে ডেকে বেলুন দিয়ে সজ্জিত একটি নতুন ভ্যান তার হাতে তুলে দিয়েছেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ,উপজেলা আনসার ভিডিপি অফিসার মিলন দাস উপস্থিত ছিলেন।

স্ব.বা/

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *