কেশরহাটে বিএসটিআই এর মোবাইল কোর্ট পরিচালনা

রাজশাহী

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর কেশরহাট পৌর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

২৩ মে সোমবার বিএসটিআই আইন অনুসারে বাধ্যতামূলক ফার্মেন্টেড মিল্ক (দই) ও স্কিন ক্রিম পণ্যসমূহের অনুকূলে বিএসটিআই’র অনুমোদন গ্রহণ ব্যতীত ও কোনরকম লেবেলিং ইনফরমেশন (উৎ: তাং, মেয়াদ, ওজন, মূল্য, সিল) ব্যবহার না করে বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে কেশরহাটের মিষ্টান্ন ভাণ্ডার, অবকাশ হোটেল এন্ড রেস্টুরেন্ট, লিটন কসমেটিকস কর্ণার ও হামজা কসমেটিকস নামীয় প্রতিষ্ঠান চারটির প্রত্যেককে ১টি করে মামলা দায়ের ও বিএসটিআই আইন অনুযায়ী মোট ৬,৫০০/- জরিমানা করা হয়। এছাড়া বিপুল পরিমাণ বিক্রি নিষিদ্ধ ও রং ফর্সাকারী ক্রিম জব্দ করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্টেটের নির্দেশে জনসম্মুখে ধ্বংস করা হয়।

উক্ত মোবাইল কোর্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সানওয়ার হোসেন-এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই’র কর্মকর্তা মোঃ শরীফ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং আদালত পরিচালনায় সহোযোগিতা করেন মোহনপুর থানার দ্বায়িত্বপ্রাপ্ত অফিসার মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ সহ সঙ্গীয় ফোর্স।

 

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *