প্রয়াত আওয়ামী লীগ নেতা আয়েন উদ্দিনের দাবি পূরণ করলেন গ্রামবাসী

রাজশাহী

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের প্রয়াত আওয়ামী লীগ নেতা আয়েন উদ্দিনের দাবি পূরণ করলেন গ্রামবাসী। প্রয়াত নেতার পরিবারকে সুইস গেটের দ্বায়িত্ব দিলেন রতনডাঙ্গা গ্রামের মানুষ। সেখানে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করবে হতদরিদ্র পরিবারটি। প্রয়াত আয়েন উদ্দিন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুঃসময়ে রায়ঘাটি ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দ্বায়িত্ব পালন করেন ও ইউপির নির্বাচিত জন প্রতিনিধি ছিলেন। বহু হামলা মামলা ও নির্যাতনের শিকার হতে হয় আয়েন উদ্দিনকে।

মঙ্গলবার (২৪ মে) দিনগত রাতে গ্রামবাসীদের উপস্থিতিতে সুইস গেটের দ্বায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। আগামী এক বছর গেটের দ্বায়িত্ব পালন করবেন আয়েনের পরিবার।

গ্রামবাসীর এই মহান সহানুভূতিতে মোহনপুরের সাংবাদিক সমাজ অভিভূত। এমনই হওয়া উচিৎ ছিলো, যা বাস্তবায়ন করলেন নবনির্বাচিত তরুন ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন। এ কাজে সর্বোচ্চ প্রশংসার দাবিদার স্থানীয় সাংবাদিক আনসার তালুকদার স্বাধিনসহ মোহনপুরে সাংবাদিক সমাজ। যাদের সার্বিক সহযোগিতায় আজ শান্তিপূর্ণ ভাবে মহান এই কাজটি সম্পুর্ন হলো।

উপজেলার রায়ঘাটি ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন বলেন, প্রয়াত আওয়ামী লীগ নেতার দাবি ছিলো এটি। যদিও তিনি আমাদের মাঝে নেই। তারপর প্রবিন এই নেতার দাবি পূরণ করতে পেরে আমরাও আনন্দিত। আমি অসংখ্য ধন্যবাদ জানাই রতনডাঙ্গা গ্রামে মানুষকে। যারা দরিদ্র পরিবারটির প্রতি সহানুভূতি দেখিয়েছেন।

 

স্ব:বা/না

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *