২৬ নং ওয়ার্ডে জনশুমারী ও গৃহগণনা ২০২২ এর কর্মীদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত 

রাজশাহী

স্টাফ রিপোর্টারঃ দেশব্যাপী চলমান জনশুমারী ও গৃহগণনা ২০২২ পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডে শুমারী পরিচালনার জন্য কর্মীদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হলো। ভদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হলো আজ ৭ জুন ২০২২। আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত চলবে এ শুমারী।

রাজশাহী পরিসংখ্যান অফিসের ১০ নং জোনের জোনাল অফিসার মোঃ উসমান গনী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন আইটি সুপারভাইজার কামরুজ্জামান।

প্রশিক্ষণ কর্মশালায় ৫৮ জন কর্মী ও ১০ জন সুপারভাইজার জনশুমারীর উপর প্রশিক্ষণ গ্রহন করেন। প্রথমবারের মতো এবারই ট্যাবের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে দেশব্যাপী জনশুমারী ও গৃহগণনা পরিচালিত হচ্ছে। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে।

 

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *