নাটোরের লালপুরে ট্রেনের চোরাই তেলসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব

রাজশাহী লীড

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরের শ্রীরামগাড়ি এলাকা থেকে ট্রেনের ২ হাজার ৬শ’৫০ লিটার চোরাই তেলসহ চারজনকে আটক করেছে র‌্যাব। এসময় তেল বহনকারী একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।

রোববার ভোরে উপজেলার শ্রীরামগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার শ্রীরামগাড়ী এলাকার রইস উদ্দিনের ছেলে চাঁন মিয়া (৪০), পাবনার ঈশ্বরদী উপজেলার নুরু শেখের ছেলে বিপুল শেখ (৩০), একই এলাকার আব্দুর রহিমের ছেলে মিজাউল ইসলাম (২৮) এবং আতাইকুলা উপজেলার মধুপুর গ্রামের মজিদ মন্ডলের ছেলে সাহেদুল ইসলাম (১৯)।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার রাজিবুল আহসান জানান, ভোরে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একদল সদস্য গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকায় অভিযান চালায়।

এ সময় ১৩টি ড্রামে ট্রেনের ২ হাজার ৬শ’৫০ লিটার চোরাই তেল উদ্ধার ও তেলবহনকারী একটি ইজিবাইক জব্দ করা হয়। একই সঙ্গে ট্রেনের তেল চুরি চক্রের চার সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। চক্রটি দীর্ঘদিন ধরে নাটোরের বেশ কয়েকটি স্টেশনে ট্রেনের জ্বালানি তেল চুরি করে আসছে।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *